জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে গণহত্যা করেছে, যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তাই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা একটিই— শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে ফিরিয়ে এনে, তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা।
প্রসঙ্গত, চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদদের পরিবারের সদস্যরা।
রেডিওটুডে নিউজ/আনাম

