শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল–দেশের জন্য: লতিফ সিদ্দিকী

শনিবার,

১৫ নভেম্বর ২০২৫,

১ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

১৫ নভেম্বর ২০২৫,

১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল–দেশের জন্য: লতিফ সিদ্দিকী

প্রকাশিত: ১১:২৫, ১৫ নভেম্বর ২০২৫

Google News
শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল–দেশের জন্য: লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে। এটাকে তিনি সরকার মনে করেন না। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।

শুক্রবার কালিহাতী উপজেলার ছাতিহাটিতে সমর্থক-অনুসারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকায় জামিনে মুক্ত হওয়ার পর তিনি নিজ এলাকায় এলেন।

লতিফ সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই, জিয়া পারেন নাই, এরশাদ পারেন নাই, খালেদা জিয়া পারেন নাই– আর একজনের নামই আমি বলতে চাই না। জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সর্ব সময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। কারণ শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল– দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী জুলাইযোদ্ধাদের কার্যক্রমকে একবিন্দুও সমর্থন করি না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের