গবেষণার নমুনা নিয়ে বেইজিংয়ে শেনচৌ-২০ নভোচারী দল

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

১৭ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

গবেষণার নমুনা নিয়ে বেইজিংয়ে শেনচৌ-২০ নভোচারী দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০২, ১৬ নভেম্বর ২০২৫

Google News
গবেষণার নমুনা নিয়ে বেইজিংয়ে শেনচৌ-২০ নভোচারী দল

চীনের শেনচৌ-২০ মিশনের তিন নভোচারী শনিবার ভোরে বেইজিংয়ে পৌঁছেছেন। তারা থিয়ানকং স্পেস স্টেশনে পরিচালিত চিকিৎসা গবেষণার নমুনাগুলো সফলভাবে চীনা বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করেছেন।

তিন নভোচারী—ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে শুক্রবার শেনচৌ-২১ মহাকাশযানে করে নিরাপদে পৃথিবীতে ফেরেন। তারা মোট ২০৪ দিন মহাকাশে অবস্থান করেছেন।

শনিবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে বেইজিং অ্যারোস্পেস সিটিতে পৌঁছালে পরিবার, সহকর্মী ও গবেষকরা তাদের স্বাগত জানান। নভোচারীরা এখন মেডিকেল কোয়ারেন্টাইনে থাকবেন। পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা ও স্বাস্থ্য মূল্যায়ন সম্পন্ন হলে তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন।

নভোচারীদের সঙ্গে মহাকাশে পরিচালিত চিকিৎসা পরীক্ষার নমুনাগুলো চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

৩ দশমিক ২ কেজি ওজনের প্যাকেটে মোট ১৯৯টি নমুনা রয়েছে। এর মধ্যে আছে—রক্ত, প্রস্রাব, মল, লালা, গলার সোয়াব, মাইক্রোঅর্গানিজম ও কোষ। এসব নমুনা স্পেস স্টেশনের জন্য তৈরি ১৯টি মহাকাশ চিকিৎসা গবেষণা প্রকল্পে ব্যবহৃত হবে।

চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের গবেষক লি ইয়িংহুই বলেন,‘নমুনাগুলো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শূন্য মাধ্যাকর্ষণ ও মহাকাশযাত্রার মানবদেহে প্রভাব বহুস্তরে বিশ্লেষণ করতে সহায়তা করবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের