মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান এবং দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ের মধ্যে একটি নতুন উচ্চ-গতির পণ্যবাহী রেললাইন চালু করা হয়েছে।
শনিবার চালু করা এই লাইনে ট্রেনগুলো পণ্য নিয়ে প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারবে। এর ফলে মধ্য চীনের এই বড় শহরটি থেকে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার পরিবহন কেন্দ্রে সরাসরি পণ্য সরবরাহ করা সম্ভব হবে।
চায়না রেলওয়ে এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের হানখৌ স্টেশনের ব্যবসায়িক বিভাগের ম্যানেজার চাং থিং বলেন, উহান-কুয়াংচৌ পণ্যবাহী লাইনটি মূলত কম সময়ে পৌঁছানোর প্রয়োজন হয় এমন পণ্য, যেমন তাজা খাবার, বায়োমেডিসিন এবং ইলেকট্রনিক পণ্যগুলোর জন্য ব্যবহার করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

