বাংলাদেশে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের (সিইএবি) প্রেসিডেন্ট হান খুন বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, এ চুক্তি দুই দেশের মধ্যে আরও বেশি বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে।
বাংলাদেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হান বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা ইতোমধ্যে উল্লেখযোগ্যহারে জোরদার হয়েছে এবং যথাযথ এফটিএ দ্বিপাক্ষিক সুযোগ আরও বাড়াতে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কাজ করবে।
তিনি বলেন, অনেক চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুকূল বিনিয়োগ পরিবেশের কারণে বাংলাদেশে আসছে। এফটিএ চূড়ান্ত করতে বিলম্ব সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য কিছুটা উদ্বেগের বিষয় হিসেবে রয়েছে।
তিনি বলেন, ‘যদি এফটিএ দ্রুত স্বাক্ষরিত হয়, এই চ্যালেঞ্জগুলো সহজ হবে এবং বিনিয়োগ প্রবাহ ত্বরান্বিত হবে।
বাংলাদেশ ও চীন ২০২৫ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করেছে, যা দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের বহিঃপ্রকাশ।
হান জোর দিয়ে বলেন, একটি এফটিএ এ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে।
২০০৪ সালে প্রতিষ্ঠিত সিইএবি’র প্রায় ২৫০টি সদস্য কোম্পানি বর্তমানে বাংলাদেশে অবকাঠামো, তৈরি পোশাক, টেক্সটাইল, লজিস্টিকস এবং বিমান চলাচল খাতে কাজ করছে। এসব সদস্যদের প্রায় অর্ধেক অবকাঠামো খাত থেকে, প্রায় ৩০ শতাংশ তৈরি পোশাক ও টেক্সটাইল থেকে এবং বাকিরা বাণিজ্য, লজিস্টিকস ও এয়ারলাইন্স থেকে এসেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

