টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা পাঠাল চীন

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

২৯ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

২৯ কার্তিক ১৪৩২

Radio Today News

টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা পাঠাল চীন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১২, ১৩ নভেম্বর ২০২৫

Google News
টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা পাঠাল চীন 

টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।  

সম্প্রতি ফিলিপাইনে টাইফুন কালমেগি এবং সুপার টাইফুনের আঘাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে, লাখো মানুষ বাড়ি-ঘর হারায় এবং বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখা দেয়।

লিন চিয়ান বলেন, চীন ফিলিপাইনের বিভিন্ন এলাকায় টাইফুনের কারণে সৃষ্ট প্রাণহানি ও সম্পদ ক্ষতির বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছে। আমরা নিহতদের প্রতি শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও নিখোঁজদের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।  

তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে চীন নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাশাপাশি চীনের বিভিন্ন প্রদেশ ‘সিস্টার-প্রোভিন্স’ চ্যানেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দিচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের