যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা কোহলবার্গ ক্রাভিস রবার্টসের কো-চিফ এক্সিকিউটিভ অফিসার জোসেফ বে’র সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা হ্য লিফেং।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক হ্য লিফেং বলেন, চলতি বছরের শুরু থেকে চীনের অর্থনীতিতে স্থিতিশীল ও ইতিবাচক গতি বজায় রয়েছে। চীন তার বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আত্মবিশ্বাসী এবং সক্ষম।
হ্য লিফেং আরও জানান, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০২৬-২০৩০) সুপারিশগুলো গৃহীত হয়েছে, যা আগামী পাঁচ বছর চীনের উন্নয়নকে ত্বরানিত্ব করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে।
তিনি বিশ্বের সব বিনিয়োগকারীদের চীনে বিনিয়োগ বাড়ানো এবং চীনের অর্থনৈতিক উন্নয়নের সুযোগগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানান।
জবাবে জোসেফ বে চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং চীনে বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

