শিশুদের সৃজনশীলতার মাধ্যমে বন্ধুপ্রতিম চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টার (বিসিএফসি) এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং।
বাংলাদেশ চায়ন ফ্রেন্ডশীপ সেন্টারের সভাপতি কামাল উদ্দিন জানান, এই আয়োজন শিশুদের সঙ্গে বাংলাদেশ ও চীনের বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এমন অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা চীন সম্পর্কে এবং চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।
অনুষ্ঠানে লি শাওফেং বলেন, রং ও সৃজনশীলতার এই উদযাপনে আপনাদের সঙ্গে আরও একবার থাকতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। গত বছরের প্রতিযোগিতার প্রাণবন্ত উদ্দীপনা এখনও আমার স্মৃতিতে তাজা, এবং আজ আমি আমাদের শিশুশিল্পীদের এত উজ্জ্বল নতুন কাজ দেখে সত্যিই আনন্দিত। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে, আমি এই অনুষ্ঠানের সাফল্যের জন্য আমাদের উষ্ণতম অভিনন্দন জানাচ্ছি।'
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছয় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। শিশুরা চীনের ঐতিহ্যবাহী প্রতীক যেমন—পান্ডা, ড্রাগন, নৌকা বাইচ ও মহাকাশ স্টেশন-এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলার বাঘ, পদ্মা সেতু এবং দুই দেশের সংস্কৃতির বিভিন্ন বিষয় রঙ-তুলিতে তুলে ধরে।
মোট চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ল্যাপটপ, আইপ্যাডসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এ, বি, সি এবং ডি বিভাগ থেকে প্রথম তিনজনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই উপহার দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি প্রতিযোগীকে মেডেল, সার্টিফিকেট ও বই দিয়ে উৎসাহিত করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি ছিল বিভিন্ন শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানটি শিশুদের জন্য এক নতুন প্রেরণার উৎস হবে এবং তাদের শিল্পচর্চার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের অভিভাবক ও শিল্পানুরাগীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

