আজ (রোববার) বিকেলে কুয়াংচৌ শহরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চেয়ারম্যান কার্স্টি কভেন্ট্রি এবং আইওসি'র অনারারি আজীবন সভাপতি থমাস বাখ সাক্ষাৎ করেছেন।
জনাব সি চিন পিং উল্লেখ করেন যে, অলিম্পিক চেতনা মানবসভ্যতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি আরও সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্য বিভিন্ন দেশের জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, যা মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে চীনের আকাঙ্ক্ষার সাথেও সঙ্গতিপূর্ণ। চীন সবসময় অলিম্পিক চেতনার দৃঢ় বাস্তবায়নকারী, রক্ষক ও প্রচারক। সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও আইওসি ক্রীড়া কার্যক্রমকে বেগবান করতে পরস্পরকে সমর্থন করেছে এবং যৌথভাবে অনেক বড় ও ভালো কাজ করেছে। চীন দু’পক্ষের মধ্যে উচ্চ মানের সহযোগিতা সম্প্রসারণ করতে, ক্রীড়া খাতে শক্তিশালী দেশ গঠন ও অলিম্পিক গেমসের উন্নয়ন করতে, বিশ্ব ক্রীড়া পরিচালনায় আরও প্রজ্ঞা ও শক্তি যোগাতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও বড় অবদান রাখতে চায়।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীনের জাতীয় গেমস হলো দেশের সবচেয়ে বড় আকারের ও সর্বোচ্চ মানের বহুমুখী ক্রীড়া ইভেন্ট। তিনি বিশ্বাস করেন, এবারের জাতীয় গেমস কেবল নতুন যুগে চীনের ক্রীড়া কার্যক্রমের উন্নয়নের নতুন সাফল্যকেই তুলে ধরবে না, বরং এটি কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের চিত্রও প্রদর্শন করবে।
কার্স্টি কভেন্ট্রি ও থমাস বাখ বলেন, চীন সক্রিয়ভাবে অলিম্পিক চেতনার অনুশীলন করে এবং আন্তর্জাতিক অলিম্পিক কার্যক্রমের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চীনের দীর্ঘমেয়াদী দৃঢ় সমর্থনের প্রশংসা করে। তারা অলিম্পিক কার্যক্রমের জোরালো বিকাশকে যৌথভাবে এগিয়ে নিতে, বিশ্বজুড়ে অলিম্পিক চেতনাকে ছড়িয়ে দিতে, সব দেশের জনগণের মধ্যে ঐক্য বৃদ্ধি করতে এবং বিশ্ব শান্তি প্রচারে চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করার জন্য উন্মুখ।
রেডিওটুডে নিউজ/আনাম

