দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

Radio Today News

দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৬, ৭ নভেম্বর ২০২৫

Google News
দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

দুর্যোগ হ্রাসে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং বড় ধরনের দুর্যোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সক্ষমতা জোরদার করতেও আগ্রহী দেশটি।

বৃহস্পতিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়ায় অনুষ্ঠিত 'বেল্ট অ্যান্ড রোড' প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রীপর্যায়ের এক বৈঠকে দেশটির এ আগ্রহের কথা জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং।

কমিউনিস্ট পার্টি অফ চায়নার সেন্ট্রাল কমিটির পলিটিকাল ব্যুরোর সদস্য চাং কুওছিং বলেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দল প্রেরণ এবং দুর্যোগ-ত্রাণ সামগ্রী সরবরাহের মাধ্যমে চীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রেখে চলেছে।

এ বৈঠকে ৩৬টি দেশের এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের