চলতি বছরের জুন মাসে ইরানে হামলা চালিয়ে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরায়েল। এই হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলে যুক্তরাষ্ট্র দাবি করে, ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়িত নয়।
তবে সেই হামলার ৫ মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গত ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলায় তিনি ‘খুবই সক্রিয়ভাবে জড়িত’ ছিলেন। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়। সেটা ছিল খুব শক্তিশালী আঘাত। আমি সেই হামলার নেতৃত্বে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘ইরানে ওই হামলাটি ছিল ইসরায়েলের জন্য বিশেষ একটি দিন। কারণ ওই হামলাতেই ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।’
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের ওপর আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিক নিহত হন।
সেই হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। পরবর্তীতে সেই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্রও। তারা ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে।
রেডিওটুডে নিউজ/আনাম

