এক সপ্তাহের ব্যবধানে চওড়া পেঁয়াজের বাজার। কেজিতে পণ্যটির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এদিকে, শীতের আগাম সবজিতে বাজার সাজলেও দাম খানেকটা বাড়তি। যেকোনো সবজি কিনতে হলে গুনতে হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা।
বাড়তি দামের উত্তাপ রয়েছে ডিম, মুরগি এবং মাছ বাজারেও। বাড়তি দামের বেড়াজালে তাই হতাশ ক্রেতারা।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা বেশি রাজধানীর নতুনবাজারে। যদিও বাজারে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েই চলেছে। আগাম শীতের সবজিতে কাচাবাজার সেজে উঠলেও নেই স্বস্তি।
দাম বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, গাজর ১৫০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৮০ ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা।
সবজির বাজারের পাশাপাশি চওড়া পেঁয়াজের বাজার। গত পাঁচদিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। আর প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
দাম বাড়তি আমিষের বাজারেও। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫-১৪২ টাকায়। এদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। মাছের দামের উত্তাপও কম নয় বাজারে। যেকোনো মাছ কিনতে গেলেই কষতে হচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।
এদিকে, দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি তদারকি প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা।
রেডিওটুডে নিউজ/আনাম

