উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ঐতিহাসিক শহর সিয়ানে গেল সপ্তাহে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী গণবিয়ের অনুষ্ঠান। সেখানে ৩০ যুগলের বেশি নবদম্পতি হাজির হন প্রাচীন থাং রাজবংশের ঐতিহ্যবাহী হানফু পোশাকে। সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
চীনের হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই পোশাক ‘হানফু’, যা একসময় তরুণদের মধ্যে পুনর্জাগরিত এক ফ্যাশন প্রবণতা ছিল, এখন তা রূপ নিয়েছে সাংস্কৃতিক গর্বের প্রতীকে।
নববধূদের মুখে ছিল সেই সময়ের ঐতিহ্যবাহী মেকআপ, হাতে ধরা ছিল রেশমের পাখা। অনুষ্ঠানের পুরো আবহ তৈরি করা হয়েছিল পুরনো রাজসভা ও উৎসবের অনুপ্রেরণায়—গানে, নাচে, আর ধর্মীয় আনুষ্ঠানিকতায়।
এই অনুষ্ঠান শুধু দেশীয় দম্পতিদেরই নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতিপ্রেমীদেরও আকর্ষণ করেছে। অংশ নেন রাশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তান থেকে আগত দম্পতিরাও।
রাশিয়ার এক বর বলেন, “সঙ্গীতটা ছিল অসাধারণ ও উৎসবমুখর। আমি চীনে ছয় বছর ধরে বাস করছি, তাই এমন এক ঐতিহ্যবাহী রীতির অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম।”
থাইল্যান্ডের এক বর বলেন,“আজ আমি খুবই আনন্দিত। এমন পোশাক পরার সুযোগ খুব একটা হয় না, আজ আমরা সেই সুযোগ পেয়েছি।”
অনুষ্ঠানটি সাজানো হয় “সাংস্কৃতিক পর্যটন ও বিবাহ ঐতিহ্যের সংমিশ্রণ” হিসেবে—যেখানে অংশগ্রহণকারীরা শুধু বিবাহ নয়, বরং চীনা সংস্কৃতির এক মহোৎসবে অংশ নেন।
বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি নবদম্পতিদের জন্য ছিল দুই দিনের বিশেষ ভ্রমণ, যাতে তারা সিয়ানের ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন চীনা সংস্কৃতির গভীরতা উপলব্ধি করতে পারেন।
চীনের প্রাচীন রাজধানীগুলোর একটি হিসেবে সিয়ান একসময় ছিল পশ্চিম হান এবং থাং রাজবংশের রাজধানী—যে সময়গুলোকে চীনের ইতিহাসে সোনালি যুগ বলা হয়।
যেখানে পশ্চিমা বিয়ের ঝলকানিতে আধুনিক তরুণরা সহজেই মুগ্ধ হয়, সেখানে এই অনুষ্ঠান যেন মনে করিয়ে দিল—নিজস্ব ঐতিহ্যের আলোতেও ভালোবাসা কতটা উজ্জ্বল হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

