বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি বর্ষণ, শিক্ষক নিহত

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

Radio Today News

বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি বর্ষণ, শিক্ষক নিহত 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৮, ৩ নভেম্বর ২০২৫

Google News
বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি বর্ষণ, শিক্ষক নিহত 

খুলনায় এক বিএনপি নেতার কার্যালয়ে গুলি ও বোমা হামলার ঘটনায় ইমদাদুল হক (৪৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর কুয়েট রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এর আগে তিনি ইউসুফ স্কুলে শিক্ষকতা করতেন।

আহতরা হলেন যোগীপোল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫), বেল্লাল খান (৫৫) এবং মিজানুর রহমান (৫৮)। তাদের মধ্যে মামুন শেখ ও বেল্লাল খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনকে হত্যার উদ্দেশেই গুলি করা হয়েছে অভিযোগ করেছেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। 

স্থানীয়রা জানান, যোগীপোল ইউনিয়নের সদস্য মামুন শেখ তার কার্যালয়ে দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এসময় একটি মাহফিলের জন্য আর্থিক সহযোগিতা চাইতে শিক্ষক ইমদাদুল হকসহ কয়েকজন সেখানে যান। রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা কার্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ইমদাদুল হক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, 'রাতে সন্ত্রাসীদের হামলায় এক শিক্ষক নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।'

অন্যদিকে আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাসার বলেন, 'মামুন প্রায়ই তার অফিসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আড্ডা দিতেন। শনিবার রাতেও বসা চলছিল। ঠিক তখনই সন্ত্রাসীরা বোমা ও গুলি ছোড়ে। মামুনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'

নিহত ইমদাদুল হকের ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী অনিক বলেন, 'মাহফিলের টাকা সংগ্রহে গিয়ে আমার বাবা মারা গেছেন। আমি মেডিকেলে পরীক্ষা দেব। তিনি এলাকার সবচেয়ে ভালো মানুষ ছিলেন। আব্বুর স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। এখন কীভাবে লেখাপড়া করব জানি না।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের