সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া প্রকাশ, তালিকা দেখুন এখানে

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

Radio Today News

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া প্রকাশ, তালিকা দেখুন এখানে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৫, ৫ নভেম্বর ২০২৫

Google News
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া প্রকাশ, তালিকা দেখুন এখানে

সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের অধ্যাপক পদে পদোন্নতির জন্য খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

খসড়া তালিকার অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে কর্মকর্তাদের চাকুরী সংক্রান্ত সার্বিক তথ্যাদি উল্লেখপূর্বক বিষয় ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। 

অধ্যাপক পদে পদোন্নতির তালিকা দেখুন এখানে।

আরও বলা হায়েছে, প্রস্তুতকৃত খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদর্শন করা হলো। প্রদর্শিত তালিকায় যে সকল কর্মকর্তাগণের নামের মন্তব্যের কলামে এসিআর সংক্রান্ত মন্তব্য রয়েছে, সে সকল কর্মকর্তাগণকে ১০ নভেম্বরের মধ্যে উপপরিচালক (কলেজ-১) এর নিকট এসিআর সংক্রান্ত তথ্য জমাদানের জন্য অনুরোধ করা হলো। 

এছাড়াও এসিআর ছাড়া অন্য যে কোন ভুল যেমন: বর্তমান কর্মস্থল, পদোন্নতি ও পদোন্নতি প্রাপ্ত পদে যোগদানের তারিখ এবং সংশোধিত খসড়া তালিকায় নাম না থাকলে তাঁদেরকে প্রামাণ্য কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১০ নভেম্বরের মধ্যে [email protected] এ প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের