জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (০৫ নভেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রণয়ন ৬ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯-১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর। মনোনয়পত্র বিতরণ ১৩-১৬ নভেম্বর। মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর।
তফসিলে বলা হয়, প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ০৯-১৯ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ এবং ২২-২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

