আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

Radio Today News

গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪১, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪৩, ৫ নভেম্বর ২০২৫

Google News
আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল

আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে মার্জার বা একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেগুলোকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ব্যাংকগুলোকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর পক্ষ থেকেও গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের অধীনে আসা ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

পৃথক চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ'-এর অধীনে পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই পাঁচটি ব্যাংককে একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' নামে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে। এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই বুধবার ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনার জন্য বুধবার ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জরুরি তলব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানা গেছে, এই বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে পুরো প্রক্রিয়াটি জানানো হবে। ইতোমধ্যে ব্যাংকগুলোর কোম্পানি সচিবদের কাছে এই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য তুলে ধরবেন বলেও জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের