বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার প্রথম বোর্ড সভাতেও অংশ নেন তিনি। তাকে নিয়ে ফেসবুক একটি পোস্ট দেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অবশেষে পোস্টটি ডিলেট করেন এই অভিনেতা।
রুবাবার ছবি পোস্ট করে ইরফান লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’ অনেকেই ইরফানের এ পোস্টকে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বলে আখ্যা দেন।
পরে ওই পোস্ট নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ইরফান। তিনি লেখেন, ‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি খুব মেধাবী ও সুন্দর। আমি বোঝাতে চেয়েছিলাম, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনও যদি খেলোয়াড়রা পারফর্ম না করে তাহলে দোষ কার?’
পোস্ট প্রত্যাহারের পর ইরফান লেখেন, ‘পাবলিক তো উল্টপাল্টা কমেন্ট করবেই। যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি পোস্ট সরিয়ে নিচ্ছি। না বুঝে ঘৃণা ছড়াবেন না।’
এই বিতর্কের মাঝে আজ থেকে সম্প্রচারে এসেছে ইরফান অভিনীত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, খাইরুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, নাদের চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।
রেডিওটুডে নিউজ/আনাম

