মায়ের হাত ছেড়ে দৌড় দিতেই মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল শিশুর

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

Radio Today News

মায়ের হাত ছেড়ে দৌড় দিতেই মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল শিশুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০০, ৫ নভেম্বর ২০২৫

Google News
মায়ের হাত ছেড়ে দৌড় দিতেই মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল শিশুর

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটাইল টু সাগরদিঘী আঞ্চলিক সড়কের দেওপাড়া ইউনিয়নের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন একই এলাকার ভ্যানচালক মো. শামীম মিয়ার ছেলে। শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনা তুলউলুম মাদ্রাসা প্লে শ্রেণীর ছাত্র ছিলো।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে তুহিন তার মায়ের হাত ধরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মাকড়াই ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তুহিন হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয়। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে তুহিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, বিষয়টি আমাদেরকে কেউ লিখিতভাবে জানায় নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের