জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ : আইজিপি

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

Radio Today News

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ : আইজিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৭, ৩ নভেম্বর ২০২৫

Google News
জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনকালীন সময়ে পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি।

তিনি বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো পুলিশ। 

গতকাল শনিবার রাতে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী কাজ করা। কেউ যেন আগাম ধারণা করে বা কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়। 

তিনি আরও বলেন, ৫ আগস্টে পুলিশ কঠিন এক বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছিল। ধাপে ধাপে সেই পরিস্থিতি অতিক্রম করে আজকের অবস্থানে এসেছে। যদিও এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে, তবে পুলিশ বাহিনী আজ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সমাজে পুলিশের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, সমালোচনাও আছে। এরপরও পুলিশ দায়িত্ব থেকে সরে যায়নি, বসে থাকেনি, এটাই পুলিশের শক্তি।

আইজিপি বলেন, আগামী নির্বাচন পুলিশের জন্য একটি বড় পরীক্ষা, একই সঙ্গে সুযোগও। অতীতের ভুল সংশোধন করে সততা, ন্যায় ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।  

এর আগে তিনি বিভিন্ন পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে আশ্বাস প্রদান করেন।

রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)। সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি এবং রাজশাহী বিভাগের পুলিশের সব ইউনিটের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের