তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৭ কার্তিক ১৪৩২

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৭ কার্তিক ১৪৩২

Radio Today News

তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ১ নভেম্বর ২০২৫

Google News
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া আজ শনিবার বলেছেন, গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর তুরস্কে আশ্রয়া নেওয়া প্রায় ৫ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি জানান, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও এক সময় এই সংখ্যা ৩৫ লাখেরও বেশি ছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানিয়েছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে ১১ লঅখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ৭০ লক্ষাধিক সিরীয় এখনো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং প্রায় ৪৫ লাখ শরণার্থী বিদেশে রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের