সীমান্তে ১৩ ভারতীয় গরু জব্দ করলো বিজিবি

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৭ কার্তিক ১৪৩২

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৭ কার্তিক ১৪৩২

Radio Today News

সীমান্তে ১৩ ভারতীয় গরু জব্দ করলো বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ১ নভেম্বর ২০২৫

Google News
সীমান্তে ১৩ ভারতীয় গরু জব্দ করলো বিজিবি

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে দত্তগ্রাম বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৮৫২/১৭ নং পিলারের লইয়ারচক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।

এ এস এম জাকারিয়া জানান, গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় একটি চোরাকারবারি চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের