গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

রোববার,

০২ নভেম্বর ২০২৫,

১৮ কার্তিক ১৪৩২

Radio Today News

গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ২ নভেম্বর ২০২৫

Google News
গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে নিহতরা তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে।

প্রাণ বাঁচাতে চোরেরা রাস্তার পাশের একটি পুকুরে লাফ দিলে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যান।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় পাওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই গণপিটুনির ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের