বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের চেয়ারপারসনের অফিসে বৈঠকে বসেছে দলটির স্থায়ী কমিটি। আজ (সোমবার, ৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা যোগ দেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
স্থায়ী কমিটির বৈঠক যখন চলছে তখন দল থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা পূর্ব নির্দেশনা অনুযায়ী চেয়ারপারসন কার্যালয়ে উপস্থিত হাজিয় হন।
দলীয় সূত্রে জানা যায় স্থায়ী কমিটির এ বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয় থাকার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবার কথা রয়েছে।
উল্লেখ্য, সোমবার গুলশানে প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে শিগগিরই দলীয় প্রার্থীদের নাম প্রকাশের ঘোষণার কথা জানিয়েছিলেন তারেক রহমান।
রেডিওটুডে নিউজ/আনাম

