সালাউদ্দিনের ইমেইল করা পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিসিবি সভাপতি

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২১ কার্তিক ১৪৩২

Radio Today News

সালাউদ্দিনের ইমেইল করা পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিসিবি সভাপতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৯, ৫ নভেম্বর ২০২৫

Google News
সালাউদ্দিনের ইমেইল করা পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিসিবি সভাপতি

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ইমেইলে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। দুবাই থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক ভয়েস মেসেজে পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। সালাউদ্দিন তার পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরীকে পাঠান। সিইও পত্রটি বিসিবি সভাপতিকে পাঠালে তিনি গ্রহণ করেন।

এর আগে কোচ সালাউদ্দিনের পদত্যাগ জমা দিতে সকালে বিসিবি কার্যালয়ে আসেন। কিন্তু মাঝ দুপুরে পদত্যাগপত্র জমা না দিয়ে ফিরে যান তিনি। তার সঙ্গে আনা পদত্যাগপত্র বিসিবি গ্রহণ করেনি নাকি তিনি সিদ্ধান্ত বদল করেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দিনের শুরুতে ক্রিকেটভিত্তিক সংবাদ মাধ্যম ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানায়, মোহাম্মদ সালাউদ্দিন তার বর্তমান ভূমিকায় সন্তুষ্ট নন। যে কারণে বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও, মাত্র এক বছরের মাথায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 

সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ মনে করা হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়াকে।

আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এই সিরিজ দিয়েই সালাউদ্দিনের সঙ্গে কোচিং প্যানেলে যোগ দেবেন মোহাম্মদ আশরাফুল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের