নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল ভারত

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

Radio Today News

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৯, ৩ নভেম্বর ২০২৫

Google News
নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল ভারত

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল ভারত। নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল হারমানপ্রীত কৌরের দল।

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত তোলে ২৯৮ রান। শেফালি বর্মা ও দিপ্তী শর্মার ব্যাটে ভর করে বড় পুঁজি পায় দলটি। স্মৃতি মান্ধানার সঙ্গে শেফালির উদ্বোধনী জুটি এনে দেয় ১০৪ রান। নারী বিশ্বকাপ ফাইনালে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। মান্ধানা আউট হন ৪৫ রানে, আর শেফালি খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

জেমিমাহ রদ্রিগেজ (২৪), হারমানপ্রীত কৌর (২০) ও আমানজোত কৌর (১২) দ্রুত আউট হলেও শেষদিকে দিপ্তী শর্মা ও রিচা ঘোষের জুটি ইনিংস টেনে তোলেন। দিপ্তী করেন ৫৮ রান ও রিচা যোগ করেন ৩৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ ৩ উইকেট।

২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার লরা ওয়লভার্ট ও তাজমিন ব্রিটসের ব্যাটে দল পায় ৫১ রানের জুটি। তবে তাজমিন রান আউট হয়ে ফিরতেই শুরু হয় প্রোটিয়াদের ধস।

পর্যায়ক্রমে আনিকা বশ (০), সুনে লুস (১৪), মারিজান কাপ (৪) ও সিনাল জাফতা (১৫) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

লরা ওয়লভার্ট একাই লড়াই চালিয়ে যান, খেলেন ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস। তবে তার বিদায়ের পরই নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার পরাজয়। দলীয় ইনিংস থামে ২৪৬ রানে।

ভারতের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান দিপ্তী শর্মা। তিনি ৯.৩ ওভারে মাত্র ৫ উইকেট নেন। শেফালি বর্মা নেন ২ উইকেট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের