ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভিয়েতনামের অনলাইন সংবাদপত্র ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ঘূর্ণিঝড় কালমায়েগি সবেমাত্র ভিয়েতনামের উপকূলরেখায় আঘাত হেনেছে, যার ফলে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বা ৯২ মাইল বেগে বাতাস বইছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে কুই নন এলাকার প্রধান সড়কসহ শহর ও গ্রামীণ রাস্তাঘাটে গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে।
সংবাদ সংস্থা এএফপি-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "ঝড়টি স্থলভাগে ডাক লাক এবং গিয়া লাই প্রদেশে" ক্ষয়ক্ষতি করেছে।
ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয় ঘণ্টার মধ্যে সাতটি শহর ও প্রদেশের শত শত এলাকা বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
এদিকে, ঝড়ের পর ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য ভিয়েতনামের সামরিক বাহিনী দুই লাখ ৬০ হাজারেরও বেশি সৈন্য এবং বিপুল সংখ্যক কর্মী ও সরঞ্জাম মোতায়েন করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

