যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য আসন ফাঁকা রয়েছে : মির্জা ফখরুল

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৬ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৬ কার্তিক ১৪৩২

Radio Today News

যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য আসন ফাঁকা রয়েছে : মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৯, ১০ নভেম্বর ২০২৫

Google News
যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য আসন ফাঁকা রয়েছে : মির্জা ফখরুল

যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ৬২টি আসন ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।  

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার বেশ কিছু কাজ করছে, তা বিভ্রান্তিকর। দলের পক্ষ থেকে মনে করি, শারীরিক-সংগীত শিক্ষক অবশ্যই থাকা উচিত।

বিএনপির নোট অব ডিসেন্ট নতুন ফ্যাসিবাদ তৈরি করবে—জামায়াত নেতার এমন মন্তব্যে তিনি বলেন, ‘এসব কথা বলে বিভ্রান্ত করা উচিত নয়। তারা জোর করে মব করে পিআর চাইছে। আমরা অনেকে পিআর বুঝি না। তারা ভাবছেন, পিআর করলে অনেকগুলো আসন পাবেন।

এটা কখনো হবে না।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের