আগামী নির্বাচনে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সোমবার,

১০ নভেম্বর ২০২৫,

২৬ কার্তিক ১৪৩২

সোমবার,

১০ নভেম্বর ২০২৫,

২৬ কার্তিক ১৪৩২

Radio Today News

আগামী নির্বাচনে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১০, ১০ নভেম্বর ২০২৫

Google News
আগামী নির্বাচনে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দুটি আসন দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই স্বপ্ন আমরা জীবিত থাকতে বাংলাদেশে বাস্তবায়িত হবে না। পাশাপাশি বাংলাদেশে নতুন বন্দোবস্ত আনতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এনসিপির আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। 

এসময় বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে মন্তব্য করে তিনি বলেন, এবার নির্বাচনে বড়ো ধরনের খেলা হবে, দেখি আপনাদের টাকার নোমিনেশন বাণিজ্যের কতো জোর। আর আমাদের কতো রক্তের জোর। খেলা হবে ইনশাআল্লাহ এ বাংলাদেশে। আমরা রক্ত দিতে এসেছি, আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে আর নির্বাচন করতে যাবো না। আমরা জনগণের মধ্যে থেকে এসেছি, জনগণের মধ্যেই আবার যাবো।

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা হাওয়া ভবন তৈরি করেছিলো, তারা আজ নমিনেশন বাণিজ্য করে বলছে জুলাই সনদ, গণভোট বুঝি না। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে। সমালোচনা করে হেফাজতে ইসলামীরও।

পাটওয়ারী বলেন, আগামীর নির্বাচনে ধানের শীষের ব্যাচ পরে মানুষ শাপলা কলিতে ভোট দেবে।

সবশেষে দেশের চলমান জুলাই সনদ ও গণভোট ইস্যুতে জামায়াত ও বিএনপিকে এক জায়গায় বসার আহবান জানান তিনি।

সম্প্রতি ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’- শিরোনামে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের খবর চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এনসিপি।

দলটি দাবি করে, তারা কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। দলটি জনগণের আস্থায় একটি  বাংলাদেশপন্থি, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের