‘ভাবলেই শরম লাগে, নিজের টাকায় পোস্টার ছাপিয়ে লিখতে হয়— প্রচারে এলাকাবাসী!’

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

নির্বাচনে অংশ নিতে গিয়ে 

‘ভাবলেই শরম লাগে, নিজের টাকায় পোস্টার ছাপিয়ে লিখতে হয়— প্রচারে এলাকাবাসী!’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৩, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৪, ৯ নভেম্বর ২০২৫

Google News
‘ভাবলেই শরম লাগে, নিজের টাকায় পোস্টার ছাপিয়ে লিখতে হয়— প্রচারে এলাকাবাসী!’

নির্বাচনে অংশ নিতে গিয়ে প্রার্থীদের নিজস্ব অর্থে পোস্টার ছাপিয়ে তাতে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়— এই বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ব্যঙ্গাত্মক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. মিতু তার পোস্টে লেখেন,

‘একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোস্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লেইখা প্রচার করতে হয়। কী একটা অবস্থা! শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে।’

ওই পোস্টে তিনি অনুসারীদের বানানো একটি ফটোকার্ডও শেয়ার করেন। ছবিটিতে দাবি করা হয়েছে, ঝালকাঠি-১ আসনে শাপলার কলিতে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. মাহমুদা আলম মিতু।

ফটোকার্ডটির প্রশংসা করে তিনি লিখেছেন, ‘এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।’

ডা. মিতুর এই হাস্যরসাত্মক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক প্রচারণার বাস্তবতা তুলে ধরে তিনি মজার ছলে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের