মন্ত্রণালয়ের আশ্বাসে রাতে সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানরত শিক্ষকদের ক্ষোভে শেষ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে আসে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। আজও দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে, স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার আগমুহূর্তে এমন পরিস্থিতিতে বিপাকে শিক্ষার্থীরা।
টানা ২য় দিনের আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে গতকাল (রোববার, ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় ৫ ঘণ্টার বৈঠক শেষে সোমবার সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। তবে, কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানরত শিক্ষকরা।
শিক্ষকদের রোষানলে শেষ পর্যন্ত সোমবারের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা থেকে সরে এসেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। শিক্ষক নেতারা বলেন, আন্দোলনরত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সোমবার কর্মবিরতি বহাল থাকবে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, আমরা কর্মবিরতির সিদ্ধান্ত দিয়েছিলাম। কিন্তু শিক্ষকদের রোষানলে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আমাদের কর্মসূচী আজ এবং আগামীকালের ন্যায় চলবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শহিদ মিনারে অবস্থান করার কথাও জানান তারা।
এর আগে, শনিবার পুলিশি হামলার প্রতিবাদসহ তিন দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। বেলা গড়াতেই প্রাথমিকের শিক্ষকদের কর্মসূচিতে বাড়তে থাকে সমাগম, জোরালো হয় দাবি। স্লোগান আর প্ল্যাকার্ডে অধিকার আদায়ের দাবি জানান তারা।
শিক্ষকদের যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে এবং একাত্মতা জানাতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

