ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’,

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’, 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৯, ৯ নভেম্বর ২০২৫

Google News
ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’, 

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার পর অবশেষে শান্তি প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হলো এক ‘অনন্য চুক্তি’। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

আজ (রোববার, ৯ নভেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এতে দুই কলেজের প্রতিনিধিরা উপস্থিত থেকে ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন।

চুক্তি অনুষ্ঠানের আগে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়। এতে উপস্থিত ছিলেন দুই কলেজের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও। শিক্ষার্থীরা নিউমার্কেট থানার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই চুক্তির মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দীর্ঘদিনের হিংসা, ক্ষোভ ও বিবাদের অবসান ঘটেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, ‘আমরা আশা করি, এই শান্তি চুক্তির পর থেকে আর কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটবে না। শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছে, তারা আর কখনও মারামারিতে জড়াবে না।’

তবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও হাজির হয়নি সিটি কলেজের প্রতিনিধিরা। এ বিষয়ে ওসি জানান, সিটি কলেজের অনুপস্থিতি এ উদ্যোগকে ব্যাহত করবে না, দুই কলেজের মধ্যে শান্তি স্থাপনই এখন বড় সাফল্য।

উল্লেখ্য, প্রেম, উস্কানিমূলক কথা বা তুচ্ছ বিষয় কেন্দ্র করে গত এক বছরে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১৫ বার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। বহুবার উদ্যোগ নিয়েও সমাধান করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার এ শান্তি চুক্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের সহিংসতার সংস্কৃতি থামার আশায় রয়েছেন সবাই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের