ঝুঁকি বিবেচনা করে তিন জোন ভাগ করে বিভিন্ন বাহিনী মোতায়েন করার পরিকল্পনা ইসির

সোমবার,

১০ নভেম্বর ২০২৫,

২৬ কার্তিক ১৪৩২

সোমবার,

১০ নভেম্বর ২০২৫,

২৬ কার্তিক ১৪৩২

Radio Today News

ঝুঁকি বিবেচনা করে তিন জোন ভাগ করে বিভিন্ন বাহিনী মোতায়েন করার পরিকল্পনা ইসির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২০, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:২৪, ১০ নভেম্বর ২০২৫

Google News
ঝুঁকি বিবেচনা করে তিন জোন ভাগ করে বিভিন্ন বাহিনী মোতায়েন করার পরিকল্পনা ইসির

সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকার ঝুঁকি বিবেচনা করে লাল, হলুদ ও সবুজ জোন ভাগ করে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী গণভোট করতে গেলে পরিকল্পনা ও প্রস্তুতিতে পরিবর্তন আসতে পারে। সে ব্যাপারে ইসিকে মানসিক প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে  ইসির নির্বাচন পরিচালনা অধিশাখা থেকে এ বিষয়ে জানানো হয়। 

বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত, সুপারিশ ও প্রস্তাব কার্যপত্রে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে ২০ অক্টোবরের ইসির সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠকে নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষে বাহিনীগুলোকে নিরাপত্তা পরিকল্পনায় সঠিক সময়ে পাঠানো, গোয়েন্দা তথ্যসহ নির্বাচন সংক্রান্ত অন্য তথ্য নিয়মিত সংগ্রহসহ কমিশনকে অবগত ও নির্বাচনের পূর্বে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। 

সক্ষমতা ও উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যম ও নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণও বিশেষভাবে তৎপর থাকার কথা বলা হয়েছে। 

পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকার ব্যবহার রোধে আধুনিক পদ্ধতির ব্যবহারসহ অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র শনাক্ত করে যথাসময়ে কমিশনে তালিকা দাখিলসহ ২০ টির বেশি বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের