সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫,

২৪ কার্তিক ১৪৩২

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫,

২৪ কার্তিক ১৪৩২

Radio Today News

সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৮ নভেম্বর ২০২৫

Google News
সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হামলার শিকার হওয়া একটি বাণিজ্যিক জাহাজকে শুক্রবার উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী। 

ইইউ’র জলদস্যু দমন (অ্যান্টি-পাইরেসি) অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার খবর পাওয়ার পর, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিকে অনেকটা নির্বিঘ্নে নিয়ন্ত্রণে নেয় ইইউ’র নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। 

এখন পর্যন্ত হামলাকারী জলদস্যুদের পরিচয় বা তাদের আটক সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

গ্রীক সংস্থা ল্যাটসকো মেরিন ম্যানেজমেন্ট পরিচালিত ২৪ জন নাবিকের এই জাহাজটি বৃহস্পতিবার ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সশস্ত্র হামলাকারীরা এর উপর হামলা চালায়। 

আফ্রিকার এই দেশটি এক সময় জলদস্যুদের হামলা ও মুক্তিপণ আদায়ের জন্য কুখ্যাত ছিল। কিন্তু এখন সেখানে  এ ধরনের ঘটনা অপেক্ষাকৃত কম ঘটেছে।

ইইউ নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক প্রতিরোধের’ পর জলদস্যুরা বাণিজ্যিক ট্যাঙ্কারটি পরিত্যাগ করে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘২৪ জন নাবিক নিরাপদে আছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

নৌবাহিনী আরো জানায়, জলদস্যুদের ধরতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। 

জলদস্যুরা এখনও ওই অঞ্চলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের