একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল

বৃহস্পতিবার,

০৬ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

০৬ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

Radio Today News

শুনানিতে অ্যাটর্নি জেনারেল

একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:১১, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৭:১৩, ৬ নভেম্বর ২০২৫

Google News
একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল। বিতর্কিত রায়টি বহাল থাকা উচিত না। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল। পরবর্তী সময় কোনো রকম রিভিউ না করে আপিল বিভাগে ঘোষিত রায়টি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক পরিবর্তন করেছেন। 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আপিল আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানির শুরুতে গতকাল বুধবার এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগে অষ্টম দিনের মতো শুনানি হয়। আজ বৃহস্পতিবার ফের শুনানি চলবে। 

আসাদুজ্জামান বলেন, রায় ঘোষণার পর বিচারপতি খায়রুল হক যে পরিবর্তন করেছেন, তা দণ্ডবিধি ২১৯ ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ। আর এই অপরাধ প্রমাণিত হলে সাত বছর সাজা হতে পারে। তিনি বলেন, খায়রুল হক যে পথে হেঁটেছেন, সেটা আইনের ব্যত্যয়। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত নিলে তা সংবিধানের অংশে পরিণত হয়। সংবিধান কোরআন বা বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না। মূল কাঠামো ঠিক রেখে দেশের মানুষের প্রয়োজনে সেটা পরিবর্তন হতে পারে। সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের দলিল, জনগণের ইচ্ছার প্রতিফলন। তত্ত্বাবধায়ক সরকার বহাল রেখে আপিল বিভাগ যে রায় দেবেন, তা আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রের নামে লেবাস চাই না। একাত্তরের মুক্তিযুদ্ধের তিন বছর পর প্রথম আমাদের গণতন্ত্রকে একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে গলাটিপে হত্যা করা হয়। 

শুনানিতে আসাদুজ্জামান বলেন, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা– এগুলো সংবিধানের মূল স্তম্ভ। কোনো কিছুর মূল কাঠামো পরিবর্তন করা যায় না। তিনি বলেন, খায়রুল হক যে রায় দিয়েছিলেন, তার সঙ্গে বিষয়বস্তুর মিল নেই। আমরা আগে শুনতাম, ‘হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না।’ খায়রুল হক হুকুম নাড়িয়ে দিয়েছেন। রায় পাল্টানোর মাধ্যমে তিনি দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করেছেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পর ১৬ বছর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। ভোটাধিকারবঞ্চিত করে মানুষ হত্যা ও গুম করা হয়েছে। সর্বোচ্চ আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে। জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন, তা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি নয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের