নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ৪ নভেম্বর ২০২৫

Google News
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 

নেপালে পানবাড়ি পর্বতশৃঙ্গ আরোহনের সময় দুই ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছেন দেশটির পর্যটন কর্মকর্তারা। সম্প্রতি সাইক্লোন মোন্থা অঞ্চলের আবহাওয়া বিপর্যস্ত করে তোলে।

কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিখোঁজ পর্বতারোহীরা হলেন স্তেফানো ফারোনাতো এবং আলেসান্দ্রো কাপুটো। তারা তিন সদস্যবিশিষ্ট একটি দলের অংশ হিসেবে পশ্চিম নেপালের ৬ হাজার ৮৮৭ মিটার (২২,৫৯৫ ফুট) উচ্চতার পানবাড়ি পর্বতশৃঙ্গ জয় করার চেষ্টা করছিলেন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানান, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

তিনি বলেন, ‘তীব্র তুষারপাতের কারণে তারা ক্যাম্প-১ এ আটকে পড়েন এবং শনিবার থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।’

গৌতম আরও জানান, দলের নেতা যিনি বেস ক্যাম্পে অবস্থান করছিলেন, তিনি নিরাপদে ছিলেন এবং রোববার হেলিকপ্টারে  করে তাকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে ঘুর্নিঝড় মোন্থার প্রভাবে নেপালজুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়, যার ফলে জনপ্রিয় হিমালয়ান ট্রেকিং রুটে বহু পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের