মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৯, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ২৩:৫০, ৩ নভেম্বর ২০২৫

Google News
মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার কর্মী-সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাহউদ্দিন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার সন্ধ্যার দিকে প্রার্থীর নাম ঘোষণার পরপরই সীতাকুণ্ডের ভাটিয়ারি, জলিল টেক্সটাইল গেইট, মাদাম বিবিরহাট, পৌরসদর ও জোড় আমতল এলাকায় সড়কে ব্যারিকেড দেন তার সমর্থকরা।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় নেতাকর্মীদের। ব্যারিকেডের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। 

সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন সমকালকে বলেন, ‘বিএনপি নেতা আসলাম চৌধুরী শুধু দলের একজন সিনিয়র নেতাই নন, তিনি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় কারাভোগ করেছেন। এমন নেতাকে মনোনয়ন দেওয়া না হলে, তা মেনে নেওয়া যায় না।’ 

স্থানীয়রা জানান, মহাসড়কের সলিমপুর, ফকিরহাট, বাংলাবাজার এলাকায় নেতাকর্মীরা ২০-২৫টির অধিক গাড়ি ভাঙচুর করেছে। হঠাৎ ব্যারিকেডের ফলে মহাড়কের উভয় পাশে ৪০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়। এতে আটকা পড়ে হাজারো দূরপাল্লার গাড়ি।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা মহাসড়কের সীতাকুণ্ডের ৫টির অধিকস্থানে ব্যারিকেড দিয়েছে। রাত সাড়ে ৯টার দিকেও নেতারা সড়ক থেকে সরেনি। তিনি বলেন, হঠাৎ ব্যারিকেডের ফলে ৪০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে হাজারো দূরপাল্লার গাড়ি।

জানা যায়, এ ঘটনায় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে নাসিরাবাদ ও চট্টলা এক্সপ্রেস নামে দুইটি ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা এই ট্রেন দুইটি সীতাকুণ্ড স্টেশনে আটকে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের দূরত্ব ৪২ কিলোমিটার। বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মহাসড়কের বিভিন্নস্থানে ব্যারিকেড দিয়েছে। ট্রেন বা ট্রেনের কোন যাত্রী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে দুইটি ট্রেন আটকা আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনগুলো গন্তব্যে পৌঁছে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের