মানবদেহে প্রাথমিক পরীক্ষায় সফল ক্যান্সারের টিকা

বৃহস্পতিবার,

০৬ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

০৬ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

Radio Today News

মানবদেহে প্রাথমিক পরীক্ষায় সফল ক্যান্সারের টিকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৪, ৬ নভেম্বর ২০২৫

Google News
মানবদেহে প্রাথমিক পরীক্ষায় সফল ক্যান্সারের টিকা

ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই। কিন্তু চিকিৎসাবিজ্ঞান আর প্রযুক্তির উন্নতি ও অগ্রগতির ফলে এই ধারণাগুলো আর মোটেই সত্য নয়, ক্যান্সারের চিকিৎসা আর অজেয় নয়। খুব সহজেই অনেক ক্যান্সারের নিরাময় সম্ভব। তবে এক্ষেত্রে আশা দেখাচ্ছে রাশিয়া। 

এই কিছু দিন আগেই রাশিয়ার বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছিলেন, ক্যান্সারের টিকা তৈরি করে ফেলেছেন তারা, যা মারণরোগে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের জন্য তৈরি। রুশ ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি এই ঘোষণা করেছে। ইস্টার্ন ইকনমিক ফোরাম-কে নিজেদের সাফল্যের কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা। বিনামূল্যে রোগীদের এই টিকা দেয়া হবে।

সেখান থেকে আরও একধাপ এগিয়ে এবার রুশ বিজ্ঞানীরা আরও বড় সুখবর দিলেন। নতুন ক্যান্সার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ মানবদেহে প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা ও নিরাপত্তা দেখিয়েছে। রুশ বিজ্ঞানীদের দাবি, পরীক্ষায় অংশগ্রহণকারী রোগীদের টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে এবং কারও শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে- যা করোনা ভাইরাসের টিকা তৈরিতেও ব্যবহার করা হয়েছিল।

গবেষকেরা জানিয়েছেন, ‘এন্টারোমিক্স’ দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে তা ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর ফলে প্রচলিত চিকিৎসা যেমন কেমোথেরাপি বা রেডিয়েশনের তুলনায় এটি অনেক নিরাপদ ও বুদ্ধিদীপ্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছিল খুবই সামান্য। ফলে প্রচলিত কেমোথেরাপি বা রেডিয়েশনের তুলনায় এটি অনেক নিরাপদ বিকল্প হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষকেরা আশাবাদী, পরবর্তী ধাপের পরীক্ষাগুলোতেও যদি একই ফলাফল পাওয়া যায়, তবে এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রেও সমান কার্যকর প্রমাণিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে। এতে রোগের অগ্রগতি রোধ, রোগীদের আয়ুষ্কাল বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। সফলভাবে প্রয়োগ করা গেলে এই ভ্যাকসিন বিশ্বব্যাপী ক্যান্সারবিরোধী লড়াইয়ে হয়ে উঠতে পারে এক কার্যকর অস্ত্র।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের