নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি। সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এখন সিরীয় অভিবাসী পরিবারে জন্ম নেয়া ২৮ বছর বয়সী এ শিল্পী। কে এ রামা দুয়াজি? কীভাবে মামদানির সঙ্গে তার পরিচয় ও পরিণয়?
২০২৬ এর পহেলা জানুয়ারি নতুন এক ইতিহাসের রচনা হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। একই দিনে ভিন্ন ইতিহাস গড়বেন নবনির্বাচিত মেয়রের স্ত্রী রামা দুয়াজি। নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হবেন ২৮ বছর বয়সী রামা।
১৯৯৭ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এক সিরীয় অভিবাসী পরিবারে তার জন্ম রামার। মা–বাবার সঙ্গে মাত্র নয় বছর বয়সে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
যুক্তরাষ্ট্রে ফিরে ভর্তি হন ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে। সেখান থেকে স্নাতক শেষ করে ২০২১ সালে নিউ ইয়র্কে আসেন রামা। ভর্তি হন নিউ ইয়র্ক স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। ২০২৪ সালে সেখান থেকে তিনি ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অ্যানিমেটর ও ইলাস্ট্রেটর হিসেবে রামার খ্যাতি আছে। তার অধিকাংশ কাজেই উঠে এসেছে মধ্যপ্রাচ্যের বিষয়বস্তু।
এরপর ঘটনাচক্রে ডেটিং অ্যাপ হিঞ্জ’এ রামার সঙ্গে পরিচয় হয় মামদানির। ২০২৪ এর অক্টোবরেই বাগদান সেরে ফেলেন আর বিয়ের পিঁড়িতে বসেন ২০২৫ এর ফেব্রুয়ারিতে।
মামদানির নির্বাচনি প্রচারে রামার উপস্থিতি কম থাকায় নিয়ে প্রহসন করেন বিরোধীরা। কৌতুক করে বলা হয় স্ত্রীকে লুকিয়ে রেখেছেন মামদানি। সমালোচনার জবাবে নিউ ইয়র্ক সিটি ক্লার্কের অফিসে তোলা বিয়ের একাধিক ছবি শেয়ার করে মে মাসে একটি পোস্ট দেন মামদানি।
লেখেন, টুইটার দেখলেই বোঝা যায়, রাজনীতি কতটা নির্মম হতে পারে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ফল ঘোষণার পর এখন সেই ছবিতেই সয়লাব সামাজিক মাধ্যম।
স্বামীর জনপ্রিয়তা বাড়তে থাকলেও সচেতনভাবেই আলোচনার বাইরে থেকেছেন রামা। নিউ ইয়র্ক পোস্ট এটাও বলছে, বাড়তে থাকা মনোযোগ নিয়ে দুয়াজি একদিকে যেমন উচ্ছ্বসিত, আবার কিছুটা বিব্রতও বোধ করছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

