৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রামাণ্য ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে জাসাসের অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয় রক্তাক্ত ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ফটো অ্যালবামে।
প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, ফল নিয়েই ক্লাসে ফেরার ঘোষণাপ্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, ফল নিয়েই ক্লাসে ফেরার ঘোষণা
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করলো এনবিআরঅনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করলো এনবিআর
জুলাইয়ে ৪৩টি রাজনৈতিক দল রাজপথে ছিলো দাবি করে এ বিএনপি নেতা বলেন, জুলাই আন্দোলনকে কেউ যদি ছাত্রদের হাতে তুলে দিতে চান, তা ঠিক হবে না।
তিনি বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ গুম-খুন- মামলার শিকার হয়েছে। বিএনপি কর্মীদের ধান খেতে ঘুমাতে হয়েছে। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল ৫ আগস্ট।
তিনি আরও বলেন, হামলা, গায়েবি মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে। ৩৬ জুলাইয়ে জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিলো। তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না। এখন চ্যালেঞ্জ হচ্ছে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর দেশে গণতন্ত্রের সাথে রাজনৈতিক সৌহার্দ্য ও প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

