চলতি বছরের শীত-বর্ষা মৌসুমে আরও ব্যস্ত হতে চলেছে চীনের বেসামরিক বিমান চলাচল খাত। এ সময় চালু হবে নতুন অনেক আন্তর্জাতিক রুট এবং বিদেশি এয়ারলাইনগুলোও চীনে তাদের ফ্লাইট পুনরায় চালু করছে।
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন সিএএসি জানিয়েছে, মোট ১৯১টি এয়ারলাইন সপ্তাহে ২১ হাজার ৪২৭টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি। এসব ফ্লাইট চীনকে ৮৩টি দেশের সঙ্গে যুক্ত করবে।
তথ্য বলছে, এই মৌসুমে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা সামগ্রিকভাবে বাড়বে। ৫৭টি দেশের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট গত শীত-বর্ষা মৌসুমকে ছাড়িয়ে গেছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স জানিয়েছে, নতুন মৌসুমে তারা গত বছরের তুলনায় প্রতি সপ্তাহে ১১ শতাংশের বেশি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। গত বছর থেকে চালু হয়েছে ২৩টি নতুন দূরত্বের রুট।
৪ ডিসেম্বর চালু হতে যাওয়া শাংহাই-অকল্যান্ড-বুয়েনস আয়ার্স রুটটি হবে বিশ্বের দীর্ঘতম। এতে বিশ্বের প্রতিটি মহাদেশে তাদের রুট কভারেজ সম্পূর্ণ হবে।
নতুন মৌসুমে ওমান ও আর্জেন্টিনার উদ্দেশে যাত্রীবাহী রুট চালু হবে এবং পানামা, চিলি ও সুইজারল্যান্ডে নতুন কার্গো রুট যুক্ত হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

