প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি প্রচারণায় লাগানো পোস্টার সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকা শহরে এরইমধ্যে নির্বাচনি প্রচারণার পোস্টারে ছেয়ে গেছে। এ ধরনের পোস্টার আমরা অনুমতি করব না। দয়া করে এসব পোস্টার সরিয়ে নিন। ভদ্রভাবে নিজেদেরগুলো নিজেরাই সরিয়ে ফেলুন। আশা করি, কেউ নতুন করে পোস্টার লাগাবেন না।’
সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তফসিল ঘোষণার পর কোথাও অনিয়ম দেখা গেলে নির্বাচন কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচনে খেলবেন আপনারা, আমরা থাকব নিরপেক্ষ রেফারি হিসেবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।’
নিবন্ধিত সব দলের প্রতি সমান আচরণের প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, ‘বর্তমানে নিবন্ধিত ৫৪টি দলই নির্বাচন কমিশনের কাছে সমান। কেউ বড় বা ছোট নয়।’
রেডিওটুডে নিউজ/আনাম

