যদি আ.লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে, আমরা তুলে নেব: ফখরুল

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

Radio Today News

যদি আ.লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে, আমরা তুলে নেব: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৮, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৭, ১১ নভেম্বর ২০২৫

Google News
যদি আ.লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে, আমরা তুলে নেব: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, বিএনপি সেটা করবে না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে তাহলে তা তুলে নেয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও যুব সংঘ মাঠে শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধন করার পর এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দিনের শেষ এ মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বলতে চাই যে, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেবো। আমরা প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধির নিয়ে চলতে চাই।’

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি।’

এরই মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে তিনদিনের সাংগঠনিক সফর শেষ করলেন বিএনপি মহাসচিব। এর আগে, দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে দিনের প্রথম মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের