চৌদ্দ কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না, ড. ইউনুসকে কাদের সিদ্দিকী

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

Radio Today News

চৌদ্দ কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না, ড. ইউনুসকে কাদের সিদ্দিকী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৫১, ১১ নভেম্বর ২০২৫

Google News
চৌদ্দ কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না, ড. ইউনুসকে কাদের সিদ্দিকী

‎কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি  বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন, ইউনুস সাব আপনাকে অনেক বড় মানুষ মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলতো আমি আপনার পাশে দাঁড়িয়ে ছিলাম, তখন আপনার পাশে যদি না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত। মনে রাখবেন, আপনি খোদার ঘর বাইন্ধা আসেন নাই, আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীন নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে। আপনি যে কত কাঁদবেন চৌদ্দ কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না। আপনি বাংলার মানুষকে চিনেন না, এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয়। তাই বলছি যদি একটা নিরপেক্ষ ও সন্তোষজনক, মানুষের ইচ্ছামতো একটা নির্বাচন করতে পারেন তাহলে এত কিছুর পরও আপনার নাম থাকবে, মানুষ সম্মান করবে। আর যদি মীর জাফর হতে চান, ঘষেটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন।

‎কাদের সিদ্দিকী বলেন-শেখ হাসিনা যেমন মানুষকে ভোট দিতে দেয় নাই এ সরকারও তেমনি আমাদের ভোট দিতে দেয় না, ভোট দিতে দেবে না। আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মওলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়া সে নির্বাচন করতে যাব না। যদি জাতীয় পার্টির লাঙ্গলকে নির্বাচনের বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না। ১৪ দল, তারা যদি নির্বাচনে যেতে না পারে তাহলে কি আমাদের নির্বাচনের যাওয়া দরকার?

‎কাদের সিদ্দিকী আরও বলেন- আমি আওয়ামী লীগ করিনা, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করিনা, আমি বঙ্গবন্ধু করি,মুক্তিযুদ্ধ করি। আমি বাংলাদেশের স্বাধীনতা চাই,আমি জয় বাংলা বলি, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেফতার করেন। আমি জয়বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা আমার চৈতন্য, এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না।

‎কাদের সিদ্দিকী আরও বলেন- জামায়াতে ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শেখা হয় নাই। তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু মুক্তিযুদ্ধে তারা যে অন্যায় করেছে, মানুষের কাছে সত্যিকার অর্থে মাফ না চাইলে জামায়াত কোনদিন শাসন ক্ষমতায় যেতে পারবেনা।

‎সোমবার বিকাল পাঁচটায় সখীপুর উপজেলার ২ নং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এটিএম সালেক হিটলু কালিহাতি উপজেলা সাধারন সম্পাদক তিতাস সিদ্দিকী, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমূখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের