৪৫ দিনের সফর শেষে চীনে ফিরল ৮৩তম টাস্ক ফ্লোটিলা

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

বুধবার,

১২ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

Radio Today News

৪৫ দিনের সফর শেষে চীনে ফিরল ৮৩তম টাস্ক ফ্লোটিলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২২, ১১ নভেম্বর ২০২৫

Google News
৪৫ দিনের সফর শেষে চীনে ফিরল ৮৩তম টাস্ক ফ্লোটিলা

৪৫ দিনের ক্যাডেট প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফর শেষে রোববার চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে ফিরে এসেছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর ৮৩তম টাস্ক ফ্লোটিলা।

চীনের নৌবাহিনীর জাহাজ ‘ছি চিকুয়াং’ এবং ‘ইমেংশান’ তালিয়ান বন্দরে পৌঁছালে সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহাজ দুটি ২৬ সেপ্টেম্বর তালিয়ান থেকে যাত্রা শুরু করে এবং পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ড উপসাগরসহ বিভিন্ন জলপথে প্রায় ৮ হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দেয়।

এই ফ্লোটিলাটি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে শুভেচ্ছা সফর করে।

এই মিশনে বাংলাদেশ এবং পাকিস্তানসহ মোট পাঁচটি দেশ ও অঞ্চলের সাতজন ক্যাডেটকে বিভিন্ন প্রশিক্ষণের জন্য নেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া ক্যাডেটদের সঙ্গে পিএলএ তালিয়ান নেভাল একাডেমি, পিএলএ নেভাল সাবমেরিন একাডেমি এবং নেভাল মেডিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের