ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

Radio Today News

ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১০, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:১২, ১১ নভেম্বর ২০২৫

Google News
ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের গণমাধ্যমের সমালোচনা করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন ভারতের গণমাধ্যমে দোষ চাপানোর চেষ্টা করে থাকে। এমন কথা বিশ্বাসের কোনো কারণ নেই। কোনো বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না।

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘যে কেউ জাতিসংঘে যে কোনো কিছু আবেদন করতে পারে। জাতিসংঘ যদি বাংলাদেশকে কিছু বলে, তখন আমরা দেখব। জাতিসংঘ আমাদের কিছু বলেনি।’

মার্কিন ‘থিংক টোয়াইস অ্যাক্ট’ নিয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে ভারসাম্যের নীতি বজায় রেখেছে এবং রাখবে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়তে পারে, এমন সম্ভাবনা দেখছেন না তিনি।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিংক টোয়াইস অ্যাক্ট-২০২৫ নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের