রাজনৈতিক দলগুলোর মধ্য নির্বাচনি হাওয়া বইছে। নির্বাচনের প্রস্তুতিকালে তাই বাসে অগ্নিসংযোগ ও পুলিশকে টার্গেট করে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্যরাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি, তাদের কর্মকাণ্ডেই তারা প্রমাণ করেছে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে, কেন তাদের অ্যাক্টিভিটি ব্যান করা হয়েছে। কেনো মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে।
তিনি বলেন, এদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা তাদের ভায়োলেন্স দিয়েই প্রমাণিত।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটনে নাশকতার ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ককটেল মারা হয়েছে। চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বরতত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার ও কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিন্টু মজুমদার।
রেডিওটুডে নিউজ/আনাম

