১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

Radio Today News

১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৩, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৫, ১১ নভেম্বর ২০২৫

Google News
১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১৩ নভেম্বর সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজনকে দেখলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্যাট্রোলিং কার্যক্রম বাড়ানো হয়েছে, কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো।

উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বর নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এরা একটা শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো আশঙ্কা এখানে নেই।

নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে একটা মহড়াও দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের