১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই ট্রাইব্যুনালের

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

প্রসিকিউটর তামীম

১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই ট্রাইব্যুনালের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১০, ৯ নভেম্বর ২০২৫

Google News
১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। তবে এ দিনকে ঘিরে কোনো রাজনৈতিক চাপ বা নিরাপত্তাজনিত উদ্বেগ ট্রাইব্যুনাল অনুভব করছে না।

আজ (রোববার, ৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, তারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

প্রসিকিউটর তামীম আরও বলেন, ‘আমাদের কাজ হলো যুক্তিতর্কের মাধ্যমে মামলা প্রমাণ করা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ট্রাইব্যুনালের নয়, সেটা দেখবে সংশ্লিষ্ট সংস্থা।’

এদিকে, চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় আজ আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলায় মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১২ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের