আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫,

২৭ কার্তিক ১৪৩২

Radio Today News

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০০, ১১ নভেম্বর ২০২৫

Google News
আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আইবাস সিস্টেমে আয়কর কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (সোমবার) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি অর্থবছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করে। তাই আয়কর আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল হতে আয়করসহ যথাযথভাবে অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫ তে উত্তোলনকারীর ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায়, যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের